বিশ্বরেকর্ড গড়ে শচীন-মিয়াঁদাদের পাশে মিতালি রাজ

অন্যান্য

বিশ্বের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৬ টি বিশ্বকাপ খেলার দৃষ্টান্ত গড়লেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। পাকিস্তানের বিপক্ষে রবিবার মাঠে নামার সঙ্গেই তিনি এই বিশ্বরেকর্ডে নাম লেখান। ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকার আর জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিদের রেকর্ড।

২০০০ সালে প্রথম বিশ্বকাপ খেলেন মিতালি।তার পর একে একে ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং ২০২২ বিশ্বকাপেও নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এমন কৃতিত্ব এখনও পর্যন্ত বিশ্বের আর কোনো নারী ক্রিকেটারের নেই। পাঁচটি করে বিশ্বকাপ খেলার দৃষ্টান্ত আছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেবি হকলে এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের। তাদের ছাপিয়ে গেলেন ভারতের মিতালি।

 

এছাড়া ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মিতালি ৬ টি বিশ্বকাপ খেলার দৃষ্টান্ত গড়েছেন। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড শচীনের। সাবেক তারকা ক্রিকেটার ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। তার সেই কৃতিত্বে এবার ভাগ বসালেন মিতালি। এছাড়া ৬টি করে বিশ্বকাপ খেলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *