সরওয়ার কামাল মহেশখালীঃ ৯ই জুলাইমহেশখালীতে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্টান উদ্বোধন করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। তিনি চারা বিতরণ কালে উপস্থিত সকলকে বলেন, বিনা মূল্যে বন বিভাগ যে চারাগুলি দিচ্ছে, তা শুধু নিয়ে গেলে চলবে না, চারাগুলি সকলকে যত্ন সহকারে রোপন ও পরিচর্যা করতে হবে। পরে তিনি রেঞ্জ অফিস চত্ত্বরে একটি মাইল্যা আমের চারা রোপন করেছেন। ৮ই আগষ্ট দুপুরে মহেশখালী বন বিভাগের কার্যালয়ে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। বন বিভাগ সুত্রে জানাগেছে ২১-২২ অর্থ বছরে মহেশখালী রেঞ্জে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চর সহ উপকূলীয় এলাকায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় বসত বাড়ীতে বনায়নের নিমিত্তে ২০০ পরিবারের মাঝে চারা রোপণ কর্মসূচি এবং সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বিনা মূল্যে নারিকেল চারা ও বনজ, ফলজ সহ বিভিন্ন প্রজাতির চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন কর্মকর্তা জুলফিকার জয়, রেঞ্জ কর্মকর্তা আনিচুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে ২রা আগষ্ট মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট
মোঃ ইয়াছিন ২১-২২ অর্থ বছরে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিটে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ৫ হাজার টি বনজ, ফলজ, উষুধী গাছের চারা এবং ৮০০ টি নারিকেল গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন।