মালদ্বীপে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

অন্যান্য

জাতি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। জাতির পিতার জন্মদিনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রতিমন্ত্রী এখন মালদ্বীপ সফর করছেন।

বৃহস্পতিবার বিকেলে মালদ্বীপস্হ বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজসহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *