মালয়েশিয়ার পেনাং রাজ্যের জর্জ টাউনের বাতু মাউংয়ে নির্মাণাধীন ওয়ারহাউস ধ্বসে এখনো তিন বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তুপের ভেতর এখনো আটকা রয়েছেন ৪ বাংলাদেশী শ্রমিক।
তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরাকারি বাহিনী। ফায়ার সার্ভিস জানায় প্রজেক্টটিতে কর্মরত সবাই বাংলাদেশী কর্মী।
নির্মাণাধীন ভবনে ১৪ টন ওজনের ১২ মিটার (৩৯ ফুট) উঁচু বিম ধসে পড়ে। এর জেরে ভেঙে পড়ে আরো ১৪টি বিম। সেগুলো সরানোর ৮০% কাজ শেষ বলে জানিয়েছে পুলিশ।
আটকা পড়া চারজনের আর কেউই বেঁচে নেই বলে শংকা পুলিশের। কেননা দূর্ঘটনার কিছুক্ষন আগেই কনক্রিটের ঢালাই তৈরী হয়েছিলো, সেখানেই কাজ করছিলেন তারা। সেখানে আটকা পড়লে তাদের বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
ইতোমধ্যে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কন ইয়ো।