শ্রমিকদের ন্যূনতম মজুরি নীতিতে সম্মতি প্রকাশ করেছেন মালয়েশিয়ার নিয়োগকর্তা এবং শিল্প মালিকরা। নীতিটি আগামী ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম. সারাভানান।
শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে সারাভানান বলেন, মন্ত্রণালয়কর্তৃক প্রাপ্ত পাঁচ লাখেরও বেশি বিদেশি শ্রমিকের প্রবেশের চাহিদা ছাড়াও তাদের কোম্পানি বা সংশ্লিষ্ট সেক্টরের বর্তমান উন্নয়নের ভিত্তিতে এটি করা হয়েছে।
সারাভানন আরও জানান, সরকার দেশে ছয় লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করছে।
জানা গেছে, রেস্তোরাঁ মালিক এবং উৎপাদন সমিতিসহ বেশ কয়েকটি শিল্প সমিতি ন্যূনতম মজুরি নীতি বাস্তবায়নের আগে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সরকারকে সময় দিতে বলেছিলো।
এর আগে গত ১৯ মার্চ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ঘোষণা করেন, সরকার ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ রিঙ্গিতে বৃদ্ধি করতে সম্মত হয়েছে, যা ১ মে থেকে কার্যকর হবে।