Tuesday , 18 June 2024
শিরোনাম

মিনিস্টার-মাইওয়ানের শো-রুমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর কাজী মার্কেটে দেশীয় ইলেক্টনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

গতকাল সোমবার দিবাগত রাতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটি শুভ উদ্বোধন করেন তিনি।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অত্র গ্রুপের নির্বাহী পরিচালক সামসুদ্দোহা শিমুল, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, আবুল হোসাইন, গিয়াস উদ্দিন সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, লিটন উদ্দিন সরকারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য পণ্য ক্রয়ের উপর বিশেষ ছাড় ও বিভিন্ন অফার ঘোষণা করা হয়।

Check Also

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x