বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে ওই মামলা দায়ের করা হয়। মামলা বাতিলের আবেদন করলে ২০১৮ সালে হাইকোর্ট তা খারিজ করে দেন। এর পর আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।আদালতে মির্জা আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন। রেজাক খান বলেন, ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত আয়কর নিয়ে এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় মির্জা আব্বাসের ৮ বছর দণ্ড হয়। তবে হাইকোর্টে আপিলের পর ২০১২ সালে তিনি খালাস পান। পরে একই বিষয়ে দুর্নীতি দমন কমিশন মামলা করে। আমরা বলেছি একই বিষয়ে দুবার মামলা চলতে পারে না