রংপুরে স্যালাইন সংকট নিরসনে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সারাদেশ

রংপুর ব্যুরোঃ সারাদেশের স্যালাইন এর কৃত্রিম সংকট নিরসনে রংপুরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকায় কয়েকটি দোকানে স্যালাইন সংকট দেখনো ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২ টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম।

স্যালাইন ক্রেতারা অভিযোগ করেন, কিছু কিছু দোকানে স্যালাইন থাকার পরও দাম বেশি চাওয়া হচ্ছে।

এসময় স্যালাইন সংকট নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সর্বত্রক সতর্ক রয়েছে বলে জানানো হয়।

 

ডেঙ্গুর অজুহাতে স্যালাইনের কৃত্রিম সংকটের অভিযোগ। ভোক্তার অভিযান রংপুরে ডেঙ্গুর প্রকোপের সুযোগে ১০০ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। রোগীর চাপে চাহিদা বাড়ায় তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। কোথাও কোথাও হাসপাতালেও স্যালাইন পাচ্ছে না আক্রান্তরা। এ অবস্থা খতিয়ে দেখতে অভিযানে নেমেছে ভোক্তার অধিকার অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।

নগরীর মেডিকেল মোড় এলাকায় রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক আজাহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে দুই ওষুধ ফার্মেসীকে সাত হাজার টাকা অর্থদন্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *