Sunday , 16 June 2024
শিরোনাম

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৭

রংপুর ব্যুরোঃ রংপুরের মিঠাপুকুরে এসিআই কোম্পানির গেটের সামনে এম. কে. স্পেশাল পরিবহনের চাকা বাস্ট হয়ে হেল্পার নিহত ও আহত ৭ জন।

 

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্প সংলগ্ন এসিআই কোম্পানির গেটের সামনে এই দূর্ঘটনা ঘটে ।

 

জানা গেছে, দিনাজপুরের ফুলবাড়ি গামি এম, কে, স্পেশাল পরিবহন রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে এসিআই কোম্পানির গেটের সামনে এসে গাড়ির চাকা বাস্ট হয়। গাড়ির নাম্বার রংপুর – জ- ০৪-০০২৪। ওই গাড়িতে যাত্রী ছিল ২০ থেকে ২৫ জন।

 

পরে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত কয়েক জনের মধ্যে দুই জনের অবস্থা গুরুত্ব।

 

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা স্থলেই হেল্পার নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

 

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি সোলায়মান বলেন, গাড়ির হেল্পার মারা গেছে, তার পরিচয় এখনো জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Check Also

কঠোর নজরদারিতে রয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত: সেনাপ্রধান

দেশের সংকটময় মুহূর্তসহ যেকোনো পরিস্থিতিতে অকুতোভয় দায়িত্ব পালনে সেনাবাহিনী সদা প্রস্তুত জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x