রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Uncategorized

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যদিয়ে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৪৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২.০০টায় আরম্ভ হয়ে দুপুর ১.০০টায় পরীক্ষাটি সমাপ্ত হয়।

সফলভাবে পরীক্ষা গ্রহণ করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম পরীক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরীক্ষা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা আয়োজনে এই অঞ্চলের সাধারণ নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সহযোগিতা করেছে তা অভূতপূর্ব। উল্লেখ্য, সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *