রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ২০২২/১ সেমিস্টারের নবীন বরণ ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্টিত হয়েছে। ০৩ সেপ্টেম্বর, ২০২২ শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে বাংলা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমৈবি এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেছো এবং যারা ভর্তি হয়েছো তাদের সবাইকে একজন মানবিক মানুষ হতে হবে। নিজের, পরিবারের এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। আগামীদিনে সুনাগরিক হয়ে দেশে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুন ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান জনাব এমদাদ উল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমৈবি এর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এস এম হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ড. মহিবুল ইসলাম ও রোভার স্কাউট এর সম্পাদক এবং বাংলা বিভাগের প্রভাষক এম এ গাফফার মিঠু। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শামীম হোসেন ও জান্নাতুল ফেরদৌস তমা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রায়সা তাসনিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রোভার স্কাউট এর সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক এম এ গাফফার মিঠু। পবিত্র গীতা থেকে পাঠ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী বুখারী আল অনিক। ২০১৮/০১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও ২০২২/০১ শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।