Friday , 17 May 2024
শিরোনাম

বান্দরবানে ৭৩৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে প্রতিবছরের ন্যায় এবারেও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে । ৩সেপ্টেম্বর শনিবার সকালে শহরের অরুণ সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেধাবী ৭৩৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আর এই সরকারের আমলেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এসময় শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ নুরুল আলম চৌধুরী, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (উপ-সচিব) জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) ড. শেখ ছাদেক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক এম আব্দুল আজিজ,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, সহ প্রমুখ । এসময় অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবানের সাত উপজেলার স্থায়ী বাসিন্দা বিভিন্ন কলেজে অধ্যায়নরত ৩৩০ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৪০৩ জনকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লক্ষ ৪০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Check Also

রাজনৈতিক আশ্রয় চাওয়া ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই যেসব বাংলাদেশি নাগরিক আশ্রয়প্রার্থনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x