নিজস্ব প্রতিবেদক:
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। ২১ জানুয়ারি, ২০২৩ শনিবার সকাল দশটায় দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান ও মো. জুলফিকার আলী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নুূর উদদীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের প্রধান পিঠা উৎসব ২০২৩ আয়োজক কমিটির আহবায়ক এস এম হাসিবুর রশিদ তামিম, রোভার স্কাউট সম্পাদক এম এ গাফফার মিঠু, মিডিয়া রিলেশন অফিসার মো. কারশেদ আলম, প্রমোশন অফিসার ইমাম মেহেদী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পিঠা উৎসব চলবে ২২ জানুয়ারি রবিবার সকাল ০৯ টা থেকে বিকেল ০৫ টা পযন্ত।