লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় অনাবাদী পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৯ নভেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক সমাবেশ ও কৃষকের মধ্যে শীতকালীন সব্জি বীজ ও ধান মাড়াই মেশিন বিতরন।পৌরসভার আয়োজনে এ কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাউজানের কোনো কৃষক চাষাবাদের কাজে যদি আমার সহযোগিতা চান, আমি তার পাশে অবশ্যই থাকব। প্রয়োজনে মাঠে নেমে কৃষকদের সাথে কাজ করে উৎসাহিত করব।রাউজানের কোনো এলাকায় এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। চাষাবাদের প্রয়োজনে আমি কৃষকদের আধুনিক যন্ত্রপাতিসহ সবধরণের সহায়তা দিয়েছি। যেখানে পানির প্রয়োজন সেখানে খাল কেটে পানির প্রবাহ নিশ্চিত করে দিয়েছি।পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেসানুল হায়দর চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, এডভোকেট দীলিপ চৌধুরী প্রমুখ। সমাবেশের শেষ পর্যায়ে পৌর এলাকার কৃষকদের শীতকালীন শাকসবজি বীজ, বিভিন্ন জাতের কচুর চারা বিতরণ ও ইউনিয়ন পর্যায়ে দুটি পাওয়ার থ্রেসার মেশিন প্রদান করেন।