চাইথোয়াইমং মারমা নিজস্ব রাঙামাটি জেলা প্রতিবেদক ঃ
রাঙামাটি রাজস্থলীতে চুলার আগুনে পুড়ে গেছে দুই পরিবারের দুইটি রান্নাঘরসহ বসতঘর। গত ৫ ডিসেম্বর রাত২ টার দিকে উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়ার ক্যাজুহল্হা খিয়াং ও রুভেল খিয়াং এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নংওয়ার্ডের মেম্বার জয়নুল তালুকদার ও ৮ নং ওয়ার্ডের মেম্বার সজিব খিয়াং বলেন, খবর পেয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫ টার সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে সুত্রপাত ক্যাজুহল্হা খিয়াং ও রুভেল খিয়াং এর রান্নাঘর সহ বসত ঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্তদের ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দুইজন ইউপি সদস্য জানান। তবে অবহেলিত এ খিয়াং সম্প্রদায়ের দাবি আগুনে দুই পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ গণমাধ্যমকে জানান ,প্রত্য ন্ত দুর্গম এলাকার ধনুছড়ি পাড়ায় আগুনে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে খবর পাওয়া যায় । ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসন পক্ষে হতে আর্থিক ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ছবি ক্যাপসন, রাজস্থলীর প্রত্যন্ত দুর্গম এলাকার খিয়াং পাড়ার নামক ক্যাজুহল্হা ও রুভেল খিয়াং এর বাড়ি সম্পন্ন পুড়ে যাওয়া ছাই বসতঘর।