Saturday , 4 May 2024
শিরোনাম

রাজস্থলীতে চুলার অগ্নিকান্ডে পুড়লো ছাই বসতঘর।

চাইথোয়াইমং মারমা নিজস্ব রাঙামাটি জেলা প্রতিবেদক ঃ

রাঙামাটি রাজস্থলীতে চুলার আগুনে পুড়ে গেছে দুই পরিবারের দুইটি রান্নাঘরসহ বসতঘর। গত ৫ ডিসেম্বর রাত২ টার দিকে উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়ার ক্যাজুহল্হা খিয়াং ও রুভেল খিয়াং এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নংওয়ার্ডের মেম্বার জয়নুল তালুকদার ও ৮ নং ওয়ার্ডের মেম্বার সজিব খিয়াং বলেন, খবর পেয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫ টার সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে সুত্রপাত ক্যাজুহল্হা খিয়াং ও রুভেল খিয়াং এর রান্নাঘর সহ বসত ঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্তদের ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দুইজন ইউপি সদস্য জানান। তবে অবহেলিত এ খিয়াং সম্প্রদায়ের দাবি আগুনে দুই পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ গণমাধ্যমকে জানান ,প্রত্য ন্ত দুর্গম এলাকার ধনুছড়ি পাড়ায় আগুনে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে খবর পাওয়া যায় । ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসন পক্ষে হতে আর্থিক ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ছবি ক্যাপসন, রাজস্থলীর প্রত্যন্ত দুর্গম এলাকার খিয়াং পাড়ার নামক ক্যাজুহল্হা ও রুভেল খিয়াং এর বাড়ি সম্পন্ন পুড়ে যাওয়া ছাই বসতঘর।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x