ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে একমাথা দু’ মুখ, দু’ কান, চার চোখ বিশিষ্ট গরুর বাছুর প্রসব। এলাকায় চাঞ্চল্য।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে একটি গাভী  একমাথা, দু’মুখ,দু’কান, চার চোখ বিশিষ্ট একটি  বাছুর প্রসব করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে ওই গ্রামের কৃষক  জালাল হোসেনের গাভীটি এই অদ্ভুত আকৃতির মেয়ে বাছুরটির জন্ম দেয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখার জন্য দলে দলে লোকজন জালালের বাড়িতে ভিড় জমাচ্ছে।  জালালের স্ত্রী রুপা বেগম জানান, গরুটি আমরা গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। এর মধ্যে গরুটি গর্ভবতী হয়। আজ সন্ধ্যার পর গাভীটি এরকম একটা বাচ্চা জন্ম দিয়েছে। এমন বাছুর আমরা জীবনে দেখিনি।

এটা দেখে ভয়ও লাগতেছে , আবার অবাকও হচ্ছি। তবে গাভীটি ও বাচ্চাটি এখন ভালো আছে। আমি বাচ্চাটিকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছি।” এদিকে এ খবরটি ছড়িয়ে পড়তেই জালালের বাড়িতে লোকজন ভিড় জমাচ্ছেন বাছুরটিকে দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ  ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন চন্দ্র মহন্ত এ বিষয়ে বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত কোষ বিভাজনের সময় জিনগত তারতম্যের  কারণে এমন অস্বাভাবিক আকৃতির বাছুর জন্ম হতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৫০৮ Time View

রাণীশংকৈলে একমাথা দু’ মুখ, দু’ কান, চার চোখ বিশিষ্ট গরুর বাছুর প্রসব। এলাকায় চাঞ্চল্য।

আপডেটের সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে একটি গাভী  একমাথা, দু’মুখ,দু’কান, চার চোখ বিশিষ্ট একটি  বাছুর প্রসব করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে ওই গ্রামের কৃষক  জালাল হোসেনের গাভীটি এই অদ্ভুত আকৃতির মেয়ে বাছুরটির জন্ম দেয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখার জন্য দলে দলে লোকজন জালালের বাড়িতে ভিড় জমাচ্ছে।  জালালের স্ত্রী রুপা বেগম জানান, গরুটি আমরা গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। এর মধ্যে গরুটি গর্ভবতী হয়। আজ সন্ধ্যার পর গাভীটি এরকম একটা বাচ্চা জন্ম দিয়েছে। এমন বাছুর আমরা জীবনে দেখিনি।

এটা দেখে ভয়ও লাগতেছে , আবার অবাকও হচ্ছি। তবে গাভীটি ও বাচ্চাটি এখন ভালো আছে। আমি বাচ্চাটিকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছি।” এদিকে এ খবরটি ছড়িয়ে পড়তেই জালালের বাড়িতে লোকজন ভিড় জমাচ্ছেন বাছুরটিকে দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ  ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন চন্দ্র মহন্ত এ বিষয়ে বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত কোষ বিভাজনের সময় জিনগত তারতম্যের  কারণে এমন অস্বাভাবিক আকৃতির বাছুর জন্ম হতে পারে।