র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যান্য

গত ১৫ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৬:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আমুনামিক ১,৫০,৬০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৫০২ (পাঁচশত দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওলিউর রহমান (৩২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *