Wednesday , 19 June 2024
শিরোনাম

লালমনিরহাটে ক্লাস চলাকালীন চলন্ত ফ্যান পড়ে মাথা পাটলো শিক্ষার্থীর

আবির হোসেন সজল, লালমনিরহাট : লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর চার ছাত্রীর মাথায় চলন্ত বৈদ্যুতিক ফ্যান পড়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিক আহত ৪ ছাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ৩ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং আহত হিতৈষী রায়ের কপালে সেলাই দেয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ছাত্রীকেই বাড়ি পাঠানো হয়।

বুধবার (১৮ই’ মে) বিদ্যালয়ের নবম শ্রেণীর শ্রেণীকক্ষে শিক্ষকদের প্রশিক্ষণ চলায় পরিত্যক্ত ঘোষিত ১০৮ নং কক্ষে ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠদান চলছিল।

এসময় চলন্ত বৈদ্যুতিক ফ্যান মাথায় পড়লে চারজন ছাত্রী গুরুতর আহত হন। আহত”রা হলেন- সাবিহা জাহান, এরিনা, ফিহা ও হিতৈষী।

অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন থেকে, গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন।

এর আগেও ফ্যান নিয়ে অভিযোগ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।

এছাড়া দুই বছর আগেও ওই কক্ষের ছাদ ধ্বসে কয়েকজন ছাত্রী আহত হয়েছিলেন বলে অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের দিবা শিফ্ট এর
ইনচার্জ সহকারী শিক্ষক আব্দুল আওয়াল জানান, ৯ম শ্রেণীতে সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাশ চলছিল। এসময় দুপুর দেড়টার সময় হঠাৎ ৯ম শ্রেণীর শ্রেণিকক্ষ থেকে ছাত্রীদের চিৎকার শোনে ছুটে গিয়ে দেখি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে ৪ছাত্রী আহত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি অসুস্থ্য রংপুরে চিকিৎসা নিচ্ছি।

Check Also

সেন্টমার্টিনের নিরাপত্তা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

মিয়ানমার সামরিক বাহিনী দেশটির রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x