লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ অক্টোবর ) বিকেল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ফলাফল ঘোষণা করেন।
দীর্ঘ দিন পর অনুষ্ঠিত শ্রমিকদের এই নির্বাচনে সভাপতি পদে শ্রী বাবু পুলিন চন্দ্র রায় এবং মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচতি হন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান এম. এ মজিদ ও মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানসহ সাধারণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির সহ সভাপতি – মোঃ আবুল মালেক রতন, সহ সভাপতি – মোঃ নুর ইসলাম নুরু, সহ সাধারণ সম্পাদক – মোঃ কামরুলজ্জামান, সহ সাধারণ সম্পাদক – মোঃ হাসান আলী, অর্থ সম্পাদক মোঃ মহুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সড়ক সম্পাদক – মোঃ মনিরুজ্জামান মানিক, সড়ক সম্পাদক – মোঃ আনোয়ার সরকার, দপ্তর সম্পাদক মোঃ সিফাত হোসেন মুন্না, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাফর আলী নয়ন নির্বাচিত হন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ রাজু আহম্মেদ, মোঃ রবিউল ইসলাম বুলবুল, মোঃ আব্দুস ছামাদ ও মোঃ তৈয়ব আলী সরকার নির্বাচিত হন।
উল্লেখ্য, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচনের তফসিল গত মাসের ২১ তারিখ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৭টি পদের জন্য মনোনয়ন বিক্রয় করা হয়। যেখানে ১৮টি মনোনয়ন পত্র জমা হয় তার মধ্যে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নির্বাচনের নির্ধারিত তারিখ মোতাবেক বৈধ মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীগণকে আগামী তিন বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।