Sunday , 19 May 2024
শিরোনাম

শাপলাপুর সড়ক থেকে ৭ মন কাঁকড়া জব্দ করলো বনবিভাগ

সরওয়ার কামাল মহেশখালীঃ১৩ই আগষ্ট মহেশখালী উপজেলার শাপলাপুর সড়কে অভিযান চালিয়ে ৭ মণ কাকড়া জব্দ করা হয়েছে। ১৩ই আগষ্ট সকাল ১০ টায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তার নির্দেশে এ অভিযান চালায় শাপলাপুর ও দিনেশপুর বনবিভাগ। উপজেলার শাপলাপুর সড়কের চালিয়াতলী এস আলম কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে শাপলাপুর বনবিট কর্মকর্তা রাজীব ইব্রাহিম ও দিনেশপুর বিট কর্মকর্তা জুবাইয়ের নেতৃত্বে নিষিদ্ধ সাত মণ কাঁকড়া জব্দ করেছে। তবে কাকড়াগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শাপলাপুর বিট কর্মকর্তা রাজীব ইব্রাহিম জানান, ছোট কাকড়া আহরণ ও পাচার নিষিদ্ধ।
পরিত্যক্ত অবস্থায় সাত মণ কাকড়া জব্দ করে মহেশখালী-শাপলাপুর জেমঘাট নৌ চ্যানেলে স্থানীয়দের সামনে অবমুক্ত করা হয়েছে। কাকড়াগুলোর মূল্য প্রায় ৫০ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x