Monday , 20 May 2024
শিরোনাম

শাহজাদপুর এ টিসিবির পন্য বিক্রয় এর শুভ উদ্বোধন

 

শাহজাদপুর এ টিসিবির পন্য বিক্রয় এর শুভ উদ্বোধন

রাম বসাক,
শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তূকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে শাহজাদপুর উপজেলার ৩০ হাজার ৮৪০ কার্ডধারী উপকার ভোগীগণের মধ্যে টিসিবি’র নির্ধারিত পণ্য বিক্রিব কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপাজেলা প্রসাশনের আয়োজনে গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল ফাজিল মাদ্রাসা মাঠ প্রঙ্গনে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন, ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, গাড়াদহ ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমূখ। এদিন গাড়াদহ ইউনিয়নের ডিলার তুল তুল ভ্যারাইটিজ ষ্টোরের মাধ্যমে ৭০০ কার্ডধারী পরিবারের মাঝে ২কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা) ২কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ও ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) মূল্যে বিক্রয় করা হয়।
জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ৩০ হাজার ৮’শ ৪০ টি পরিবারের মাঝে ১০ টি ডিলারের মাধ্যমে টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) এর পণ্য সরবরাহ করা হবে।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x