ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো দাবি করেছেন, তার ইউক্রেনের বাইরে যাওয়া অর্থাৎ দেশত্যাগ বাধা দিয়েছে ইউক্রেনের বর্তমান সরকার।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে কথিত ‘রাজনৈতিক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছিল ইউক্রেন।
সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো অভিযোগ করেছেন, তাকে দেশত্যাগে বাধা দেওয়ার মাধ্যমে রাজনৈতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনের সংসদ রুশপন্থি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোকে কথিত ‘রাজনৈতিক যুদ্ধবিরতির’ অধীনে তাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার সুযোগ দেয়। এর মাধ্যমে বলা হয়েছিল সকল দল তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্যগুলো থেকে দূরে থাকবে এবং যুদ্ধের বিরুদ্ধে এক হবে।
সাবেক প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্কোর অফিস থেকে বলা হয়েছে, তাকে দেশত্যাগে বাধা দিয়ে এ রাজনৈতিক যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে সরকার।
সূত্র: আল জাজিরা