সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

অন্যান্য

রামবসাক, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে সিসিএস (কনসাস কঞ্জুমার সোসাইটি) এবং ক্যাবের এর উদ্যোগে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নায্যতা স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা ভোক্তা অধিকার সেমিনার আয়োজিত হয়।

উক্ত সেমিনারের প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক ডঃ ফারুক আহুম্মদ, সভাপতি এডিসি, মো, মনির হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসাহাক আলী এবং জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন বিষয়ে বক্ত্বিতা করেন। এবং অসাধু ব্যবসায়ী চিহ্নিতকরণ এ চেম্বার অব কমার্স ভোক্তা অধিকার আইন পুরনকল্পে সহযোগিতা প্রেরন করবেন বলে আশ্বস্ত করেন।

একই দিনে মান্যবর জেলা প্রশাসক ভোক্তা অধিকার ব্যানার সম্বলিত একটি ট্রাক সো ফিতা কেটে শুভ উদ্ভোদন করেন। উক্ত ট্রাকে ভোক্তা অধিকার বিভিন্ন সচেতন মুলক বার্তা প্রদর্শনের পাশাপাশি এক হাজার লিফলেট বিতরন হবে যা জেলার বিভিন্ন জায়গায় গাড়িটি প্রদক্ষিন করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *