মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পর্যায়ে নিরাপদ সড়ক, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি, রক্তস্বল্পতা ও অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে সাংবাদিক,শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা’র সভাপতিত্বে ও এমটি (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. একেএম তাইফুল হক।