রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল করেছে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৭আগস্ট) বেলা ১১ টায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আব্দুল হামিদ লাভল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ।