Friday , 29 March 2024
শিরোনাম

স্থগিত ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণ করা যাবে

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা যেসব ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছিল, তা পুনর্বহাল করেছে ভারত। ফলে ওই সময়ে ইস্যু করা ভিসা ব্যবহার করে বাংলাদেশি পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।

হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চের আগে ভারত ভ্রমণে আগ্রহী অনেক বাংলাদেশি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন। তবে করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছিল। এমন ভিসাধারীরা ওই সময়ে ইস্যু করা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে এখন ভারত ভ্রমণ করতে পারবেন। তবে এ ভিসা শুধু আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের শেষদিকে বিমান চলাচল বন্ধের পর ভারতীয় সব ভিসাও স্থগিত রাখা হয়। পরে ২০২০ সালের অক্টোবরে ব্যবসা, পড়াশোনা ও গবেষণা কাজে ভারতে যেতে ইচ্ছুকদের জন্য ভিসায় কিছুটা ছাড় দেওয়া হয়।

এরপর গত বছরের ১৫ নভেম্বর ট্যুরিস্ট ভিসা চালু করা হলেও তা শুধু চার্টার্ড বিমানে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য ছিল। ফলে সাধারণ পর্যটকদের জন্য ভারত ভ্রমণে বিধিনিষেধ থেকে যায়। সম্প্রতি কয়েকটি রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যু নিয়ে নতুন নির্দেশনা দেয়।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x