হত্যা মামলার পলাতক আসামী ইউপি চেয়ারম্যান টিপু সাময়িক বরখাস্ত

Uncategorized

মো: জিলহাজ বাবু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

একটি হত্যা মামলার প্রধান ও পলাতক আসামী এবং আরও কয়েকটি হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালত এসব মামলার অভিযোগপত্র গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। ৭ সেপ্টেম্বর তারিখের ৮৭৯ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও জানান,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে ইউপি চেয়ারম্যান মো.শহীদ রানা টিপুর সাময়িক বরখাস্তের বিষয়ে একটি পত্র পাওয়া গেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *