ফারজানা খান লিয়া, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার পৌর এলাকায় জয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন সড়কের জাহিদুল ইসলাম খোকনের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তেরশ্রী ইউনিয়নের বেগুননাচি (বাসুদেব বাড়ি)’র মো. মেহেদ আলীর ছেলে মো. হারুন মোল্লা (৩০) এবং দৌলতপুর থানার চকমিরপুর ইউনিয়নের নিলুয়া গ্রামের মো. জুমাত আলীর ছেলে মো. বাবুল হোসেন (৪৩)।
বিষয়টি তৎক্ষনাৎ নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার ।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকারের নেতৃত্বে এসআই মো. টুটুল উদ্দিন, এসআই মো. জুলহাস মিয়া এবং এএসআই মো. ইমরান হাসান অভিযান পরিচালনা করে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।