Thursday , 9 May 2024
শিরোনাম

ফরিদপুর বোয়ালমারীতে নৌকার গণমিছিল

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (নৌকা) বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেল ৫টায় বোয়ালমারী উপজেলা সদরে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গণমিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মীরা। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এক সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

গণমিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আবুল কালাম আজাদ, ইসরাফিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, নাসির মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, সৈয়দ রাসেল রেজা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান রুকু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান, চৌধুরী রায়হান রকি, শফিউল্লাহ শাফী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার, সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম ও সাধারণ সম্পাদক মিদুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ নেয়।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ অনেকেই আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন।

Check Also

প্রধানমন্ত্রীর নিকট ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ মে বৃহস্পতিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x