Monday , 13 May 2024
শিরোনাম

অক্সিজেন খুঁজছেন পুতিন: বাইডেন

টানা ১০ মাসের বেশি সময় যুদ্ধ চলার পর এবার মাত্র ৩৬ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাশিয়ার এমন সাময়িক যুদ্ধবিরতির ঠাট্টা করে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, ‘তিনি এখন অক্সিজেন খোঁজার চেষ্টায় আছেন। খবর রয়টার্সের।

প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, পুতিন যা বলেছেন, সে সম্পর্কে মন্তব্য করতে ইচ্ছুক নন তিনি। তিনি আরও বলেন, ‘নতুন বছর উপলক্ষ্যে রুশ প্রেসিডেন্টের ইচ্ছা ছিল হাসপাতাল, নার্সারি ও চার্চে হামলা করা। বাইডেন বলেন, আমার মনে হয় তিনি কিছু ‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন।’

এর আগে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর উদ্দেশ্যে বৃহস্পতিবার এক লিখিত আদেশে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) যেন রুশ সেনারা যুদ্ধ থেকে বিরত থাকেন।

তবে যুদ্ধবিরতি রাশিয়ার হামলা ও প্রতিরক্ষামূলক অপারেশন উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা উল্লেখ করা হয়নি এতে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়া পাল্টা আঘাত করবে কিনা তাও স্পষ্ট নয়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন মস্কো অধিকৃত ভূমি থেকে তাদের বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না।

সম্প্রতি রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয় বলে দাবি করে কিয়েভ। তবে রাশিয়া সেই হামলায় ৮৯ জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে। মস্কো বলছে, সেনারা মোবাইল ফোন ব্যবহার করায় এ হামলা করতে সক্ষম হয় ইউক্রেন।

Check Also

এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় ভিড়ছে সোমবার রাতেই

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার এক মাস পর সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x