Saturday , 18 May 2024
শিরোনাম

অগ্রাধিকার ভিত্তিতে পেনশন পাবেন প্রবাসী বাংলাদেশিরা: সচিব

প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। একই সাথে প্রবাসীদের বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি।

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় সচিব এসব কথা বলেন।

বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে এবং তাদের সুবিধা-অসুবিধা দেখতে বর্তমানে ইতালি সফর করছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতালির বন্দরনগরী নাপলির পালমা কাম্পানিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করে। এসময় বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেছেন প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় প্রবাসীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেয়ার কথা জানান সচিব।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমডি জাহাঙ্গীর কবির এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক উপস্থিত ছিলেন।

Check Also

আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: আগামী ২৪ মে বসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x