আবির হোসেন সজল, লালমনিরহাট:
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকার সময় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামালের নেতৃত্বে লালমনিরহাটের পুলিশ ফোর্স এ অভিযান চালায়।
লালমনিরহাট জেলা শহরের আদর্শ পাড়ায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করেছে লালমনিরহাট পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন , গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট শহরের সাপটানা আদর্শ পাড়া এলাকায় বাড়ির কবুতরের বাসা ও কাঠের গাদাসহ বসত বাড়ির বিভিন্ন স্থানে রাখা হিরোইন ১৪ গ্রাম, ইয়াবা ৭৫ পিচ, ফেন্সিডিল ৬৩ বোতল , ৩কেজি ৫০০গ্রাম গাঁজা সারে তিন কেজিন, বিদেশী মদ ৪ বোতল, উদ্ধার এবং একটি মাদক পরিমাপ করা ওয়েট মেশিন জব্দ করা হয়। এ অভিযানে তিন জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মৃত্যু কাশেম আলীর ছেলে এরশাদুল হক (৩৫), ও নুরুন্নবী (৪০) এবং এরশাদুলের স্ত্রী রুনা বেগম (২৫) কে আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃত এরশাদুল হকের এর আগে মাদকের ৭ টি ও নুরুন্নবী ১টি মাদকের মামলা রয়েছে।
কয়েক বছর আগে পরিবারটি পুলিশ ও এলাকাবাসীর সামনে তওবা করে মাদক ছাড়ার ঘোষণা দিলেও আবারও গোপনে মাদক ব্যবসা করে আসছিল। অবশেষে আবারও পুলিশ তা চিহ্নিত করে ধরতে স্ব ক্ষম হয়েছে।