শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় থাকা জরাজীর্ণ উপজেলা গণগ্রন্থাগারটি করোনা মহামারীসহ প্রশাসনিক নানান জটিলতা কাটিয়ে সংস্কারের মাধ্যমে অবশেষে আলোর মুখ দেখলো। সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের লেখালেখির পরই গণগ্রন্থাগারটি সংস্কারে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফিতা কেটে ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কারকৃত গণগ্রন্থাগারটির উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর থানার অফিসার্স ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, সাংবাদিক মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, জালাল উদ্দীন মনির, আব্বাস উদ্দিন হেলাল, শাহীন রেজা টিটু, মিঠু সূত্রধর, জামাল হোসেন পান্নাসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, আমি যোগদানের পর থেকেই নবীনগরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করছি। শিক্ষা সংস্কৃতির বিকাশে উপজেলা প্রশাসনের এই ধরণের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ এই লাইব্রেরি আর কখনো বন্ধ হবে না। শিক্ষার্থী ও তরুন সমাজকে পাঠাগারমুখি করতে সুধীসমাজের প্রতি আহবান জানান তিনি। প্রসঙ্গত, সংস্কারকৃত গণগ্রন্থাগারটিতে নাদিরা সুলতানা মঞ্জু নামে একজন বেতনভুক্ত স্থায়ী গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়েছে এবং শুক্রবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।।