অবৈধ অভিবাসীদের সহায়তায় নতুন এক প্রকল্প হাতে নিয়েছে কুয়েত। তাদের সবধরণের সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে একটি প্লাটফর্ম গঠন করা হচ্ছে। বিশাল সংখ্যক অবৈধ বাসিন্দাদের সহায়তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
গত সপ্তাহে এক আলোচনা সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন বিচার এবং মানব সম্পদ মন্ত্রণালয়। সভার উদ্দেশ্য ছিল প্রাইভেট সেক্টরে কাজ করা অবৈধ শ্রমিকদের ভাগ্য এবং কাজের মান পরিবর্তন করা।
এক সূত্রের বরাত দিয়ে আল রাই পত্রিকা বলেছে, বেসরকারি সেক্টরে কাজ করা অবৈধ অভিবাসীদের জন্য মন্ত্রণালয় নতুন প্লাটফর্ম চালু করতে সম্মত হয়েছে।”
নিয়োগকর্তা যদি তার কর্মীদের রেসিডেন্সি পারমিট নবায়ন করতে না পারে বা নিয়োগকর্তা কাজ বন্ধ করে দিলে অথবা রিপোর্টের ওপর ভিত্তি করে এই ধরনের যেকোন সমস্যা সমাধান করা হবে।