আইপিএল থেকে অবসর নিলেন অশ্বিন, খেলবেন বিদেশি লিগে
আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন রবিশচন্দন অশ্বিন। তবে খেলে যেতে চেয়েছিলেন আইপিএল। বুধবার নিজের এক্স একাউন্টে আইপিএল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের কিংবদন্তি এই স্পিনার।
তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাওয়ার আশা ব্যক্ত করেছেন ডানহাতি অফ স্পিনার অশ্বিন। তিনি বলেছেন, ‘প্রতিটি অধ্যায়ের শেষের সঙ্গে নতুন কিছু শুরু হয়। আজ থেকে আমার আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি হচ্ছে। তবে বিভিন্ন লিগে নিজেকে আবিষ্কার করার দিনও শুরু হলো।’
ভারতের পুরুষ ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলার অনুমতি দেয় না বিসিসিআই। তবে কেন্দ্রীয় চুক্তিতে নেই আবার আইপিএলও খেলেন না এমন কিছু ক্রিকেটার বিদেশি লিগ খেলা শুরু করেছেন। অশ্বিনের সামনে তাই এসএ টি-২০, ইন্টারন্যাশনাল লিগ টি-২০ এবং মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছে।
অশ্বিন ২০০৯ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করেন। আইপিএলের ১৮ মৌসুমের মধ্যে ১৬টিতে অংশ নিয়ে টুর্নামেন্টের পঞ্চম সর্বাধিক উইকেট শিকারি তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ডানহাতি এই স্পিনার ২০১০ ও ২০১১ সালে শিরোপা জিতেছেন। চেন্নাইয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জয়ী দুই দলের সঙ্গেই ছিলেন তিনি।
চেন্নাই সুপার কিংস ছাড়াও আইপিএলে রাইজিং পুনে, পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন অশ্বিন। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়েলসে নেতৃত্ব দিয়েছেন। গত বছর চেন্নাই মোটা অঙ্কের অর্থে ঘরে ফিরিয়েছিল তাকে। কিন্তু প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারায় সম্প্রতি চেন্নাই তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।