Saturday , 18 May 2024
শিরোনাম

আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ-জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ

মনির হোসেন:

জাতীর পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন,জাতীর পিতার নেতৃত্বে স্বাধীনতার পর যখন দেশ এগিয়ে যাচ্ছিল ঠিক সে সময়ে সেই পরাজিত শক্তিরা তাকে স্ব – পরিবারে হত্যা করে।যাতে এদেশকে আবার পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া যায়। কিন্তু আল্লাহ অশেষ মেহের বানিতে এখন আবার দেশ বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।বাংলাদেশে এখন কেও না খেয়ে থাকে না, অন্নহীন থাকে না বস্ত্রহীন থাকেনা। আজকে আমরা পৃথিবীতে গর্বিত বাঙালি জাতি ।আজকে আবার সেই স্বাধীনতার পরাজিত শক্তিরা অপপ্রচার চালাচ্ছে। তোমারা সেই অপপ্রচারে বিব্রত হবে না।মনে রাখবে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই এদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা রফিকুল্ল্যাহ,সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন।অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজী।অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ ইমরান হোসেন ।

Check Also

আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: আগামী ২৪ মে বসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x