Sunday , 19 May 2024
শিরোনাম

আগাম জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই চেয়ারম্যানের জামিন আবেদন মঞ্জুর করেছেন ইসলামাবাদের হাইকোর্ট।

সন্ত্রাসবাদের মামলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (২২ আগস্ট) ইসলামাবাদের হাইকোর্ট এই জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে জনসমাবেশে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং নারী বিচারককে প্রকাশ্যে হুমকি দেওয়ায় রোববার রাতে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এ নিয়ে সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন।

ডন জানায়, পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে আগাম জামিনের আবেদন করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির আশঙ্কায় তার বাড়ির সামনে জড়ো হয়েছেন হাজার হাজার দলীয় কর্মী।

ইমরান খানের মন্ত্রিসভার সাবেক মন্ত্রি আলি আমিন গান্দাপুর একটি টুইট বার্তায় লেখেন, সাবেক গ্রেফতার করা হলে ইসলামাবাদ দখলে নেওয়া হবে।

পাকিস্তানের কোনো নেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করার ঘটনা বিরল।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর বিপক্ষেও সম্প্রতি কথা বলতে শুরু করেছেন ইমরান খান। ইমরানের অভিযোগ, মার্কিন ষড়যন্ত্র থেকে তাকে উদ্ধারের জন্য কোনো কাজ করেনি সেনাবহিনী। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে সবসময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির সরকারে প্রভাব খাটিয়েছে দেশটির সেনাবাহিনী।

এরইমধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের ভাষণ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ইসলামাবাদে এক সমাবেশে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: ডন

Tweet
Share
Share

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x