আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত।
৯ ই নভেম্বর (রবিবার) সন্ধ্যায় চাঁদপুর চেয়ারম্যান ঘাট অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর প্রেসক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নাজমুল হক তালুকদার শিপনের সভাপতিত্বে ডিনার মিটিং অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের সেবা মূলক বিভিন্ন কাজের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা -৮ আইপিডিজি অ্যাডভোকেট এপেক্সিয়ান জাকির হোসেন ফয়সাল.. পিপি অ্যাডভোকেট এপেক্সিয়ান হারুনুর রশিদ. পিপি এপেক্সিয়ান ইব্রাহিম খলিল . সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এপেক্সিয়ান কামাল হোসেন. জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দলিলুর রহমান ভূঁইয়া. সেক্রেটারী এন্ড ডিএনই অ্যাডভোকেট এপেক্সিয়ান আব্দুল কাদের খাঁন. সার্ভিস ডিরেক্টর অ্যাডভোকেট এপেক্সিয়ান মাহবুব আলম চিসতী. পাবলিক এন্ড ডেবিট ডাইরেক্ট আক্তার হোসেন সুমন. এপেক্সিয়ান সাংবাদিক মনির হোসেন. এপেক্সিয়ান আব্দুল মতিন তপাদার. এপেক্সিয়ান মামুন হোসেন. এপেক্সিয়ান অ্যাডভোকেট হাসানাত বেপারী . এপেক্সিয়ান মোঃ আলী প্রমুখ
























