Sunday , 16 June 2024
শিরোনাম

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত .

স্টাফ রিপোর্টার:

এপেক্স ক্লাব অব চাঁদপুরের ৪৭তম পালা বদল অনুষ্ঠিত হয়েছে। ২২ মে (বুধবার) সকালে জাঁকজমকপূর্ণ পরিবেশে চাঁদপুর রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে ক্লাবের ৪৭ তম পালাবদল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ মোহাম্মদ এনামুল হক মিলন, এলজি এপেঃ অ্যাডভোকেট সৈয়দ নুরুল রহমান, ফাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, লাইভ গভর্নর এপেঃ ডাঃ মজিবুর রহমান, ডিস্ট্রিক্ট এইটের গভর্নর এপেঃ মো: জসিম উদ্দিন, পিডিজি এপেঃ অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, লাইফ মেম্বার এপেঃ এডঃ রুহুল আমিন সরকার,পালা বদল কমিটির চেয়ারম্যান অ্যাডঃ এমরান হোসাইন, এডঃ ইব্রাহিম খলিল, ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান অ্যাডঃ কামাল হোসেন, এপেক্সিয়ান সাংবাদিক মনির হোসেন.

সার্জেন্ট এডঃ মাহবুবুর রহমান চিশতী। পালা বদল অনুষ্ঠানের প্রথম পর্বের সভাপতিত্ব করেন,২০২৩ এর প্রেসিডেন্ট এপেঃ ওমর ফারুক ও দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন, ক্লাবের ২০২৪ এর প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন রাসেল।

অনুষ্ঠানে ২০২৩ সালের প্রেসিডেন্ট এপেঃ ওমর ফারুক  ২০২৪ সালের প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন রাসেলের কাছে জুয়েল হস্তান্তর করেন।

এছাড়া  এপেক্স ক্লাব অব চাঁদপুরের ২০২৪ সালের বোডকে শপথ করান ডিজি-৮ এপেঃ মোঃ জসিম উদ্দিন। পরে এপেক্স ক্লাবের সদস্যদের সন্তান যারা ২০২৩ সালে এস এস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা  দেয়া হয়। পালাবদল অনুষ্ঠানে  আকর্ষণীয় একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথির তার বক্তব্যে এপেক্স ক্লাব অব  চাঁদপুর কে  সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ও পৌরসভার সাথে যৌথভাবে সামাজিক প্রোগ্রাম করার আহ্বান জানান। পরে সকলে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

Check Also

কঠোর নজরদারিতে রয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত: সেনাপ্রধান

দেশের সংকটময় মুহূর্তসহ যেকোনো পরিস্থিতিতে অকুতোভয় দায়িত্ব পালনে সেনাবাহিনী সদা প্রস্তুত জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x