Saturday , 4 May 2024
শিরোনাম

আবাসিক হল থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে অ্যাপ্রুসি মারমা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশ অ্যাম্বুলেন্সে করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের পঞ্চম তলার ছাদে অবস্থিত পানির ট্যাংকির রেলিংয়ের সাথে শিক্ষার্থীরা তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে প্রশাসনকে খবর দেন তারা। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এর কিছু সময় পরে পরিদর্শনে আসেন সোনাপুর পুলিশ ফাড়ী তদন্ত কর্মকর্তাগণ , সুধারাম থানার ওসি, সাব ইন্সপেক্টর সহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তকারী সদস্যগণ ঘটনাস্থলে আসেন। এসময় তার কাছ থেকে পাওয়া মোবাইল, মানিব্যাগ সহ তার ব্যবহৃত চশমা সংগ্রহ করা হয়। জানা যায়, অ্যাপ্রুসি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ও বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার গুগড়াছড়ি উপজেলায়। সে ভাষা শহীদ আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন। তার বিভাগের রোল নম্বর ছিলো ASH1920052। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছোটবেলায় সে তার বাবাকে হারায়। পরবর্তীতে পারিবারিকভবে নানা ধরণের টানা পোড়ানে পড়তে হয়েছে তাকে। সে মারমা একটি সংগঠন হতে বৃত্তি টাকা পেয়ে খরচ চালাতো বলে জানা গেছে। অ্যাপ্রুসি মার্মার বন্ধুরা জানান, ‘ পারিবারিক টানাপোড়েনের কারণে তাকে মাঝেমধ্যে ডিপ্রেশনে থাকতে দেখা গেছে। পারিবারিক ভাবে তার বাবা না থাকায় আর্থিক সংকটে থাকতে দেখা যেতো তাকে তবে আত্মহত্যার মতো ঘটনার কোনো লক্ষ্মণ তার মধ্যে দেখতে পায়নি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ( ভারপ্রাপ্ত) ও মো. ইকবাল হোসাইন সুমন বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরে পরিদর্শন আসি এরপর পুলিশ এসে তাদের আলমত সংগ্রহ করে। পরবর্তীতে সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সংযোগে থানা হেফাজতে পাঠানা হয়েছে। লাশ দাহ করতে তার পরিবারকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সেটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।’ সুধারাম থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন,‘আমরা খবর পাওয়া মাত্রই এসে প্রথমে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি । এসময় তার কাছে থাকা মোবাইল, মানিবেগ, চশমা সহ তদন্তের স্বার্থে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি ।প্রাথমিকভাবে এটি সুইসাইড বলে ধারণা করা হচ্ছে । পরবর্তীতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি ।’

Check Also

৯৭ হাজার শিক্ষক নিয়োগ: যত পদ শূন্য রয়েছে ততটা পছন্দ দিতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল–কলেজ–মাদ্রাসা–কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের আবেদনে পদ পছন্দের ক্ষেত্রে স্পষ্টিকরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x