Sunday , 12 May 2024
শিরোনাম

আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্থাপনাদির কাঠামোগত নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদানসহ দুর্ঘটনা মোকাবিলায় বিবিধ পূর্বপ্রস্তুতিমূলক কর্মসূচি যেমন- অগ্নি-নির্বাপণ মহড়া, ভূমিকম্প ও ভবন ধস মোকাবিলায় করণীয় সম্পর্কে নিয়মিতভাবে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়েছে। এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন নিশ্চিত করতে বলা হ‌য়ে‌ছে।

Check Also

পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনা সম্ভব: বিজেআরআই মহাপরিচালক

পাটবীজের আমদানি নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) মহাপরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x