স্টাফ রিপোর্টার:
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কো.লি. এর ১ ও ২ ইউনিটের পরিত্যক্ত মালামাল ক্রয় করার জন্য দরপত্র আহবায়ন করা হয়। উক্ত দরপত্র অশংগ্রহন না করতে পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কো.লি. এর ব্যবস্থাপনা পরিচালকের বরাবর দরপত্র বাতিলের জন্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেসার্স তরী এন্টারপ্রাইজ ও দি লিজেন্ড কমডট ইন্টারন্যাশনাল ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় দরপত্র জমা দেয়ার সময় অজ্ঞাতনামা কিছু লোক এসে মারধর করে দরপ্ত্র ও পে-অর্ডার নিয়ে যায়। যার কারণে উক্ত প্রতিষ্ঠান গুলো দরপত্রে অংশগ্রহন করতে পারেনি। তাই উক্ত দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহবায়নের জন্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কো.লি. এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে । রবিবার ৯ জানুয়ারী লিখিত অভিযোগ দায়ের করেন মেসার্স তরী এন্টারপ্রাইজ স্বতাধিকারী মো. রাশেদুজ্জামান ও দি লিজেন্ড কমডট ইন্টারন্যাশনাল এর স্বতাধিকারী মো. মাহমুদ হাসান ।
এবিষয়ে জানতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কো.লি. এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্ট করেও সম্ভব হয়নি।