Saturday , 11 May 2024
শিরোনাম

ইবিতে নারীর প্রতি সহিংসতা নিয়ে সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতা: একটি সামাজিক-আইনি গবেষণা” শিরোনামে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে মীর মোশাররফ হোসেন ভবনের আইন অনুষদের সভাকক্ষে মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে আইন বিভাগের সভাপতি ও পিএইচডি তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারের প্রথম অংশে “ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতার ভূমিকা” শিরোনামে আলোচনা করেন আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। পরে “ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতার অনুসন্ধান ও পর্যালোচনা” শিরোনাম নিয়ে আলোচনা করেন আইন বিভাগের অধ্যাপক ড.আনিচুর রহমান। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক আব্দুল আজিজ মিয়া।

Check Also

ঈদুল আজহায় ছুটি মিলবে যে কয়দিন

চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে ১৭ জুন (সোমবার)। সরকারি ছুটির তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x