Sunday , 19 May 2024
শিরোনাম

ইবিতে হল সমস্যা নিয়ে প্রভোস্ট কাউন্সিলের মতবিনিময় সভা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইসলামী বিশ্ববদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে প্রভোস্ট কাউন্সিল। সোমাবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলীনা নাসরীন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুনজুরুল হক।

এছাড়াও বিভিন্ন হলের শিক্ষার্থীদের প্রতিনিধি, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, শাখা ছাত্রমৈতীর দপ্তর সম্পাদক আশিকুর রহমান, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্পাদক শেখ শাহরিয়ার ও ইবি প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে বলেন, হল গুলোতে খাবার মান খারাপ, মূল্য বৃদ্ধি, অপরিষ্কার ডাইনিং, ওয়াইফাই সমস্যা, সুপেয় পানির অভাবসহ বিভিন্ন সমস্যার দেখা দিচ্ছে যা আমাদের শারীরিক ও মানসিক মেধা বিকাশে বাধাগ্রস্ত করে। এবং তারা এসব সমস্যা সমাধান ও ভর্তুকি বাড়ানোর দাবি জানান।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দাম বাড়াচ্ছি কিন্তু দ্রব্যের দাম কমলে আমরা খাবারের দাম কমাই না। যদি সব সময় সমন্বয় করা যায় তাহলে সকলের জন্য ভালো হয়। আমরা চাইলেই ভর্তুকি বাড়াতে পারি না। তারপরও আমারা চেষ্টা করবো।

এ বিষয়ে প্রভেস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, সবাই অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছে। আমরা চেষ্টা করবো সমস্যাগুলো যেন দ্রুত সমাধান করতে পারি। তবে সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x