কাজী মোঃ আশিকুর রহমান বিশেষ প্রতিনিধি:
ঈদযাত্রা-নির্বিঘ্ন-করতে-সাভারে-পুলিশের-ব্যাপক-প্রস্তুতিনবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা অপসারণে পুলিশের তৎপরতা। ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে ধামরাই, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পুরোটা এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দু’পাশের ফুটপাতের দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে। সড়কের পাশে যত্রতত্র পার্কিং নিষেধসহ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে রাজধানীর বহির্গমন পথ সাভারে সড়ক-মহাসড়কে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের নানা কার্যক্রম দেখা গেছে। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার থানা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে একযোগে কাজ করছেন। ঢাকা জেলা পুলিশ জানায়, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে ধামরাই, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পুরোটা এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দু’পাশের ফুটপাতের দোকানপাট ও অন্যান্য সরঞ্জাম পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সড়কের পাশে যত্রতত্র পার্কিং নিষেধসহ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকি মহাসড়কের সঙ্গে সংযোগ সড়কগুলোতে যাতে বিশৃঙ্খলভাবে থ্রি-হুইলার উঠতে না পারে সেজন্য অস্থায়ী ব্যারিকেড তৈরির মাধ্যমে তা নিয়ন্ত্রণের প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাভারে পুলিশের ব্যাপক প্রস্তুতি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ফুটপাত ইতোমধ্যে অনেকটাই দখলমুক্ত করা হয়েছে। বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বলেন, ‘ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে। গরুবাহী কোনো ট্রাক সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দাঁড় করিয়ে তল্লাশি চালাতে নিষেধ করা হয়েছে। বাস স্ট্যান্ড ছাড়া যত্রতত্র পার্কিং ও যাত্রী উঠানামা বন্ধ করতে আমরা নিরলস কাজ করছি।’ নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় দায়িত্বরত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, ‘মহাসড়কের দুপাশে ফুটপাতের দোকানপাট পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মহাসড়কের সঙ্গে সংযোগ সড়কগুলো অস্থায়ী ব্যারিকেড তৈরির মাধ্যমে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওসি স্যার এ বিষয়ে আমাদের সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।’ সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘সকাল থেকেই আমরা ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ককে ঈদযাত্রার জন্য প্রস্তুত করার চেষ্টা করছি। মহাসড়কের দুপাশের সব ফুটপাত ও অস্থায়ী অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। ফুটপাত ও সার্ভিস লেনগুলো থেকে হকার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পাশপাশি মহাসড়কে থ্রি-হুইলার চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।