Monday , 20 May 2024
শিরোনাম

ঈদে উপলক্ষে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা

আসন্ন ঈদুল আজহা ঘিরে ঈদের দিনসহ মোট ১৩ দিন সিএনজি ও ফিলিং স্টেশনগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাস ও জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর পূর্বের ৫ (পাঁচ) দিন এবং পরের ৭ (সাত) দিন সিএনজি-ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেয়া হলো।

একইসাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Check Also

যেভাবে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার করছিলেন শহীদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানকালে মোহাম্মদ শহীদ মিয়া নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x