লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।২৫ জুলাই সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার ইউনিয়ন পরিষদে পৌছালে তাকে অভ্যর্থনা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার ইউনিয়ন পরিষদে কিছু সময় কাটান এবং ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রমের খোজ খবর নেন।উরকিরচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি একটি গাছের চারা রোপন করেন।পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার পরিষদের কর্মকান্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউনিয়ন পরিষদের সচিব তবারক হোসেন,ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া,জয়া রানী বড়ুয়া,ফাতেমা খাতুন,শাহিনুর আকতার,শেখ মনিরুল ইসলাম, শেখ নুরুল আজিম জুয়েল,আরমান হোসাইন,সাজ্জাদ শাহ,জাকির হোসেন,দিবস বড়ুয়া,আওয়ামী লীগ নেতা রুপায়ন বড়ুয়া কাজল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে সাথে নিয়ে উরকিরচর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ ইউনিয়নের বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।