Sunday , 28 April 2024
শিরোনাম

চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের ৪৫,০০০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:

চট্টগ্রামের সাতকানিয়ায় ২৫ জুলাই (সোমবার)ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে ও কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রি এবং চিংড়িতে অবৈধভাবে জেলির উপস্থিতি পাওয়ার অপরাধে সর্বমোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রি করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩ টি দোকানে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জোট পুকুরিয়া বাজারে কারেন্ট জাল বিক্রির‌ অপরাধে আবসার উদ্দিন কে ১০,০০০ এয়াকুব সওদাগরকে ২,০০০ সাইফুল ইসলাম স‌ওদাগরকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। চিংড়ি মাছে জেলির‌ উপস্তিতি পাওয়ায় লোকমান সওদাগরকে ১০,০০০ হেলাল সওদাগরকে ৫,০০০ জাগীর হোসেন স‌ওদাগরকে ১০,০০০টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কেঁওচিয়া ইউনিয়নে কেরানীহাট বাজারে চিংড়িতে অবৈধভাবে জেলির উপস্থিতি পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ টি দোকানে মোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং ১৪ কেজি চিংড়ি জব্দ করা হয়। সবার উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও চিংড়িসমূহ মাটিতে পুঁতে পেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। অভিযানে সাতকানিয়া উপজেলা মৎস্য অফিসার সৈকত শর্মা সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

Check Also

ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক ।   ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা বাথুয়াদী শ্রী শ্রী রাধাকৃষ্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x