Sunday , 19 May 2024
শিরোনাম

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন শিরিন

একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন কুমিল্লার শিরিন আক্তার নামে এক গৃহবধূ। এদের মধ্যে ওজন কম হওয়ায় দুই শিশু ঝুঁকিতে রয়েছে।

বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে শহরের মুন স্পেশালাইজড হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

প্রসূতি শিরিন আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গঙ্গানগর গ্রামের সাইফুলের স্ত্রী।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা বিষয়টি নিশ্চিত করে জানান, চার শিশুর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শিশুগুলো নয় মাসে জন্মগ্রহণ করায় কিছুটা ঝুঁকি রয়েছে। সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। দুইজনের ওজন কম হওয়ায় তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

শিশুদের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার সাত বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এখন আল্লাহ চারটি সন্তান দিল। আগে চা বিক্রি করতাম। এখন বেকার অবস্থায় পরিবারকে নিয়ে অনেক আর্থিক কষ্টে জীবনযাপন করছি। তবুও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার চার সন্তানের জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x